কবিকন্ঠ

অবিনাশকে খোলা চিঠি

অতঃপর শব্দায়ন

কবিতা: অবিনাশকে খোলা চিঠি
কবি: শর্মিষ্ঠা বিশ্বাস

অবিনাশকে খোলা চিঠি


যুদ্ধ বলে
কিছু নেই অবিনাশ।

এই যে মাটি জল আকাশ,
আকাশে আঁকা ছবির মতো চা
এতখানির অধীশ্বর হয়েও
কাগুজে চিড়িয়াখানার রঙ করা পাখিকে
বসন্তের স্বপ্নায়ু বাতাসের ডানায়
চাপিয়ে দেওয়া
তোমার কাজ নয়।

জল আঁকা
মাটি আঁকো
আঁকো গবাদি পশুর জন্য
সবুজ ঘাস।

এই সব অনুভূতির মাটির দেওয়ালে
এই প্রখর গ্রীষ্মে শরীর ঠেকিয়ে দেখো
তৃপ্তি নামের মেয়েটির হাতের
তালপাতা থেকে ঝরঝরে
বাতাসের নাম
ভারতবর্ষ।

দেওয়ালে কান পেতে গ্রীসের প্রবল পরাক্রমী
সম্রাটের বিপরীতে যে কন্ঠস্বর শুনতে পাচ্ছো,
তার নাম ভারতবর্ষ।

যে বঙ্গের সেতুর ওপর দিয়ে
তুমি প্রতিদিন ঘণ্টায়
আশি কিলোমিটার বেগে
পাহাড় থেকে সমুদ্রযাত্রায়
পারদর্শীতা দেখাও

তারই নিচের জলরেখার বিভাজিকাতে
তোমারই কোন এক আদি পুরুষ
খরম খুলে রেখে
নেমেছিলেন গঙ্গা তর্পণে।

তুমি অবিনাশ!!

অবিনশ্বর তুমি।

তোমাকে কি ওসব মানায়?

অব্যক্ত সন্ধির দিকে
কবিকন্ঠ
কেবলা
কবিকন্ঠ
পাতাবাহার
কবিকন্ঠ
সম্পর্ক
কবিকন্ঠ