কবিকন্ঠ

সম্পর্ক

অতঃপর শব্দায়ন

কবিতা: সম্পর্ক
কবি: শাহেদ কায়েস

সম্পর্ক


চিরস্থির কেন্দ্র বলে কিছুই নেই
কেন্দ্র ছড়িয়ে আছে চতুর্দিকে...
একেকটি সম্পর্ক কেন্দ্রের মতো
পরিধি ঘিরে এতো-এতো আয়োজন!

যদিও প্রতিটি মুহূর্তেই নতুন আমি...
জন্ম নেয়া নতুন আমি— পুরনো আমি
দুই আমির মাঝে বয়ে চলে এক নদী
ঠিক তেমনি, তুমিও— প্রতি মুহূর্তে ভিন্ন

আমির সঙ্গে তুমি, তুমির সঙ্গে সে
এভাবেই সম্পর্কগুলো ছড়িয়ে পড়ে...

উড়ে গেলেও প'ড়ে রয় সম্পর্কের পালক
এ-ঘরে, ও-ঘরে পায়চারি করে—
তোমার ফেলে যাওয়া স্পর্শ

কোনো সম্পর্ক চিরতরে হারিয়ে যায় না
ফিরে ফিরে আসে— তুমি, আমি, সে...
যেমন পৃথিবীর জল মেঘ হয়ে ওড়ে—
ভাসতে-ভাসতে একদিন বৃষ্টি হয়ে ফেরে।

হারানো সম্পর্ক যদিও আগের মতো—
থাকে না— ফিরে আসে নতুন মাত্রায়...

আমরা কেউই কারো থেকে বিচ্ছিন্ন নই।

অব্যক্ত সন্ধির দিকে
কবিকন্ঠ
কেবলা
কবিকন্ঠ
পাতাবাহার
কবিকন্ঠ
সম্পর্ক
কবিকন্ঠ
Copyright © অতঃপর শব্দায়ন 2023 শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক বাংলাদেশের প্রথম ভিজ্যুয়াল ওয়েব ম্যাগাজিন।