কবিকন্ঠ

শোল মাছের পোনা ।। জফির সেতু ।।

অতঃপর শব্দায়ন

কবিতা: শোল মাছের পোনা
কবি: জফির সেতু

শোলমাছের পোনা


আমি শোলমাছের পোনা
এসেছি মাতৃহীন

আমার মাকে টাঁটায় গেঁথে নিয়ে গেছে শিকারি
দিশেহারা একদঙ্গল ভাইবোনকে খেয়েছে
হাওড়ের তুচ্ছ যে-মাছ সেও

এখন ঘোলা পানিতে আমি ঘুরাফেরা করি
নৌকাভরতি মানুষের দুঃখ শুনে স্তব্ধ হই
কখনও-সখনও পুকুরের পাশে আসি
তোমার কাছে এই ঘাটে অর্ধস্ফুট কান্না নিয়ে

তোমার শরীরে মায়ের গন্ধ লেগে আছে!

অব্যক্ত সন্ধির দিকে
কবিকন্ঠ
কেবলা
কবিকন্ঠ
পাতাবাহার
কবিকন্ঠ
সম্পর্ক
কবিকন্ঠ