কবিকন্ঠ

সিন্ধু দ্রাবিড়ের ঘোটকী ৫০ ।। জফির সেতু ।।

অতঃপর শব্দায়ন

কবিতা: সিন্ধু দ্রাবিড়ের ঘোটকী: ৫০
কবি: জফির সেতু

সিন্ধুদ্রাবিড়ের ঘোটকী: ৫০


এই দেশ গমক্ষেত-ধানক্ষেতের তুমি কি জানো না তা? এই দেশের
নারীর শরীরে ফসলের গন্ধ লেগে থাকে! এইখানে গঙ্গামাটি ছেনে
ছেনে মা আমার বানিয়েছে ঘর আর আনত শরীরে দয়িতা বুনেছে বীজ

এইদেশে টোটেমে বিশ্বাস বেশি-সর্প ও ইঁদুর তাই আত্মার আত্মীয়
বাবা যায় জঙ্গলে আগুন আনতে, নদী থেকে ভাই আনে রক্তমুখী মাছ
এইখানে পিঁপড়েও জাতিস্মর, এই যে শিমুলবীজ সেও তপ্তকাঞ্চন রাধা!

এই দেশে তালপত্র ও অজিনে লেখা থাকে গাথা ও সংহিতা, হে ঘোটকী
এই যে স্বস্তিক, তোমার শরীরে চাঁদ চুঁইয়ে-পড়া-এই দেশের, জানো না!

অব্যক্ত সন্ধির দিকে
কবিকন্ঠ
কেবলা
কবিকন্ঠ
পাতাবাহার
কবিকন্ঠ
সম্পর্ক
কবিকন্ঠ