কবিকন্ঠ

পাতাবাহার

অতঃপর শব্দায়ন

কবিতা: পাতাবাহার
গ্রন্থ: বুদবুদ পর্যায়ের কবিতা
কবি: টোকন ঠাকুর

পাতাবাহার

কবিতা লেখামাত্রই আমি সেই কবিতার মা
কয়েকদিন পর, নতুন আরেকটি কবিতা লেখামাত্রই
আমি সেই আগের কবিতার খালা

তারপর আরো কবিতা লেখা হলে অনেক আগের কবিতাকে
দূরের আত্মীয় মনে হয়
কবিতা যখন ছাপা হয়, অন্যেরা পাঠ করে
তখন তো সেই আগের কবিতা অনেকটা অচেনা হয়ে পড়ে

আমার পুরোনো কবিতাগুলো পড়তে গেলে মনে হয়
এরা সেই বাল্যবন্ধু, যাদের নামই প্রায় ভুলে গেছি
দেখলেও চিনতে কষ্ট হবে (কাউকে কাউকে তো চিনবই না)

তার মধ্যেও ঠিকই চিনে ফেলব, আমার কোন কবিতাটি খুব জেদি ছিল
কোন কবিতাটি সেই মেয়ে, ক্লাস নাইনে উঠেই যে-বিষ খেয়েছিল প্রেমে
যে-কখনো দশম শ্রেণিতে উঠবে না আর
হয়তো সেই কামরাঙা কবিতাটির নাম ছিল পাতাবাহার

অব্যক্ত সন্ধির দিকে
কবিকন্ঠ
কেবলা
কবিকন্ঠ
পাতাবাহার
কবিকন্ঠ
সম্পর্ক
কবিকন্ঠ
Copyright © অতঃপর শব্দায়ন 2023 শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক বাংলাদেশের প্রথম ভিজ্যুয়াল ওয়েব ম্যাগাজিন।