কবিকন্ঠ

প্রকৃত ঘুমের দুপুর ও চে ।। কাব্যগ্রন্থ ।। শিবু কুমার শীল ।। ০২ ।।

অতঃপর শব্দায়ন

শেষ অব্দি প্রতিটা শব্দই কবিতা হয়ে ওঠে। প্রতিটি মুখোশ পায় মুখশ্রীর খেতাব! আসলকে গড়ে তোলে নকলের অবয়বে, নকল পায় কাঙ্ক্ষিত আসলের হুবহু চেহারা। এবং শেষমেশ থাকে অনন্ত অপেক্ষা!

সে টোনই শোনান কবি শিবু কুমার শীল; তাঁর কবিতার প্রতিটা শব্দে।

কাব্যগ্রন্থ: প্রকৃত ঘুমের দুপুর ও চে
কবি: শিবু কুমার শীল
~~~~


একটা নকল কবিতা লিখতে বসেছিলাম
ছিপ ফেলে বসেছিলাম অনেক সময়।
আমার মত নয় তবু আমার মত যেন হয়
এমন কোন একটা ছবি আঁকতে বসেছিলাম
ছবিতে পাপ ও পুণ্যের কথা বলতে চেয়েছিলাম।
নষ্ট কবিরাজ আমাকে বর দিয়েছিল
আমি শাপগ্রস্ত হতে চেয়েছিলাম।
মেঘ হতে চাইনি, নির্মেঘও না।
হাওয়া আর না পাওয়ার ভেতরে বসে
ডিমে তা দিতে চেয়েছিলাম
মা নিষেধ করেছিল।
আর তাই স্কুল পালিয়েছিলাম।
দেয়াল টপকে ধুধু নদী
আঁকাঝোকা নৌকো
তিরতির করে জলের সিম্ফনি কাঁদছে।
আমি নদীর কান্না দেখতে চাইনি।
আমি ঝড় দেখতে চেয়েছিলাম।
মস্ত ঝড়। যে ঝড়ে ঝরে ঝরে
হাওয়ার সাথে মেঘের কারসাজি।
আমি আমার অনাগতর চোখে আমাকে দেখতে চেয়েছিলাম
দেখেছি নিপাট রহস্য আর অল্প অন্ধকার।

অব্যক্ত সন্ধির দিকে
কবিকন্ঠ
কেবলা
কবিকন্ঠ
পাতাবাহার
কবিকন্ঠ
সম্পর্ক
কবিকন্ঠ