কবিকন্ঠ

কেবলা

অতঃপর শব্দায়ন

কবিতা: কেবলা
কবি:যোবায়ের শাওন
কাব্যগ্রন্থ: হেমলক হাতে বসে আছি

কেবলা

এতো মৃত্যু এতো অপমান
তবু আমার কেবলা তোমার দিকে।

তুমি- তোমার অর্ধনিমীলিত চোখ অথবা আদতে শেণদৃষ্টি
জানি খোঁজে কেবল পুরুষ কখনো কখনো
আমি আমার উদ্গ্রীব আঙুল শুধুই নারীকে খোঁজে কীবোর্ডে তখন
অথবা দেখো আদতে আমরা একসাথে খুঁজি প্রাণের মানুষ!

যতটুকু মধু জীবনে ছিলো বলে মনে হয়
যতটুকু স্মৃতি সম্মোহন করে সহজ করে দেয়
এতো মৃত্যু দেখে এসে এই মৃত্যুর সময়
এই নিশ্চিত প্রবাস বিমানে ভাসার কালে!

তুমি ছিলে কোনো এক নির্বাসিত অশ্বত্থের ছায়ার মতো
আর আমি সেজদায় লীন ভূমিতে তখন।

অব্যক্ত সন্ধির দিকে
কবিকন্ঠ
কেবলা
কবিকন্ঠ
পাতাবাহার
কবিকন্ঠ
সম্পর্ক
কবিকন্ঠ
Copyright © অতঃপর শব্দায়ন 2023 শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক বাংলাদেশের প্রথম ভিজ্যুয়াল ওয়েব ম্যাগাজিন।