ডকুমেন্টরি

উদয়াস্তে বাংলাদেশ ।। ভাস্কর্যের শব্দায়ন ১৩ ।।

অতঃপর শব্দায়ন

বাঙালি জাতির দীর্ঘ লড়াই-সংগ্রামের ইতিহাস রাজশাহী কলেজের দেয়ালে টেরাকোটার মাধ্যমে তুলে ধরে হয়েছে নান্দনিক টেরাকোটাটি ‘উদয়াস্তে বাংলাদেশ’ নামে ভাস্কর্যের মাধ্যমে। ভাস্কর্যটি ২০২১ সালে উদ্বোধন করা হয়।

বাঙালি জাাতির রয়েছে গৌরবময় সংগ্রামের ইতিহাস। আজকের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার পেছনে আছে আন্দোলনের দীর্ঘযাত্রা; অনেক ত্যাগ-তিতিক্ষার ফলে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর জন্ম নেয় এক নবজাত শিশু; গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আমাদের প্রিয় মাতৃভূমি। বাংলাদেশের সেই লড়াই-সংগ্রামের ইতিহাস রাজশাহী কলেজের দেয়ালে টেরাকোটার মাধ্যমে তুলে ধরার প্রয়াস করা হয়েছে। নান্দনিক এই টেরাকোটাটি ‘উদয়াস্তে বাংলাদেশ’ নামে নামাঙ্কৃত করা হয়েছে। রাজশাহী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. হবিবুর রহমানের পরিকল্পনায় টেরাকোটাটি নির্মাণ করেছেন শিল্পী সৈয়দ মামুনার রশিদ। ২০২১ সালের তেসরা ফেব্রুয়ারি টেরাকোটাটি উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অপরাজেয় বাংলা ।। ভাস্কর্যের শব্দায়ন ০১ ।।
ডকুমেন্টরি
স্বোপার্জিত স্বাধীনতা ।। ভাস্কর্যের শব্দায়ন ০২ ।।
ডকুমেন্টরি
স্বাধীনতা সংগ্রাম ।। ভাস্কর্যের শব্দায়ন ০৩ ।।
ডকুমেন্টরি
স্মৃতি চিরন্তন ।। ভাস্কর্যের শব্দায়ন ০৪ ।।
ডকুমেন্টরি