ডকুমেন্টরি

অমর একুশ ।। ভাস্কর্যের শব্দায়ন ০৯ ।।

অতঃপর শব্দায়ন

অমর একুশ ভাস্কর্যটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২নং গেইটের সামনে অবস্থিত। এটি নির্মাণ করেছেন শিল্পী জাহানারা পারভীন । ১৯৯১ সালের ২১শে ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক কাজী সালেহ আহমেদ এই ভাস্কর্যটি উদ্বোধন করেন।

“যারা এসেছিল নির্দয়ভাবে হত্যা করার আদেশ নিয়ে
আমরা তাদের কাছে
ভাষার জন্য আবেদন জানাতেও আসিনি আজ।
আমরা এসেছি খুনি জালিমের ফাঁসির দাবি নিয়ে।”

কবি মাহবুব উল আলম চৌধুরীর কবিতার এই লাইনগুলো খুব স্পষ্টভাবেই ভাষা আন্দোলনে আমাদের ত্যাগ ও দৃঢ় প্রত্যয়ের কথা স্মরণ করিয়ে দেয়। মায়ের শেখানো বুলির অধিকার প্রতিষ্ঠার জন্য বুকের রক্তে রাজপথ রঞ্জিত করার ইতিহাস খুব কম জাতিরই আছে। ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য বাঙালি জাতির এই আত্মত্যাগ বিশ্বে বিরল। জাতির সেই সূর্যসন্তানদের অবদান চিরস্মরণীয় করে রাখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অমর একুশ ভাস্কর্যটি প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশে ভাষা আন্দোলনের স্মৃতিমূলক ভাস্কর্যগুলোর মধ্যে অন্যতম একটি এই অমর একুশ ভাস্কর্যটি। বিশ্ববিদ্যালয়ের ২নং গেটের সামনে অবস্থিত রয়েছে এই ভাস্কর্য। এটি নির্মাণ করেছেন শিল্পী জাহানারা পারভীন।

অপরাজেয় বাংলা ।। ভাস্কর্যের শব্দায়ন ০১ ।।
ডকুমেন্টরি
স্বোপার্জিত স্বাধীনতা ।। ভাস্কর্যের শব্দায়ন ০২ ।।
ডকুমেন্টরি
স্বাধীনতা সংগ্রাম ।। ভাস্কর্যের শব্দায়ন ০৩ ।।
ডকুমেন্টরি
স্মৃতি চিরন্তন ।। ভাস্কর্যের শব্দায়ন ০৪ ।।
ডকুমেন্টরি