কবিকন্ঠ

অব্যক্ত সন্ধির দিকে

অতঃপর শব্দায়ন

কবিতা: অব্যক্ত সন্ধির দিকে
কবি: বিধান সাহা

অব্যক্ত সন্ধির দিকে

যে ভাবে নীরব আছ – পাথরের মতো—বহুদিন—
উদাসীন একইভাবে—বদরাগে— রাত্রি জাগরণে—
স্রেফ হয়ে গেছি একা। জানি— পুরনো মলিন বড়!
আপন ঠিকানা ভুলে—ফুলে ফুলে নতুন আবাস
গড়ে তুমি নিয়েছ সঠিক। বেঠিক পথের পাড়ে—
এখনো যে আড়ে-ঠারে চাই। আর সেই পথ জুড়ে
শোকের নীলচে রঙে আমাকে আঁকাই… সুখী হও।

পুজো শেষ হয়ে গেছে কুয়াশা পড়ছে রোজ মাঠে
তুমি কি এমন দিনে চিনচিনে ব্যথা পাও টের?
অথবা, আদা-চা খেতে খেতে সিনে-ম্যাগাজিনে রাখো
চোখ? পুলক পুলক কোন আভা ভেসে ওঠে চোখে?

সহস্র স্মৃতির পথে মনে মনে হেঁটে যাই রোজ
তোমারও কি পথ হলো? এখনও কি আঁকো ফুল পাখি?

যে গেছে ভুলের দেশে—যাক— আমি প্রাণ খুলে রাখি!

অব্যক্ত সন্ধির দিকে
কবিকন্ঠ
কেবলা
কবিকন্ঠ
পাতাবাহার
কবিকন্ঠ
সম্পর্ক
কবিকন্ঠ