কবিকন্ঠ

অবশেষ

অতঃপর শব্দায়ন

কবিতা: অবশেষ
কবি: পিয়াস মজিদ

অবশেষ

খুন হয়ে যাওয়ার কালেও
নীল নূপুরে ছেয়ে আছে পা;
সব কর্দমের ভেতরেও
পৃথিবী এমনই নন্দনের মেয়ে।
শীতে কুঁকড়ে গিয়েও কথা কয় কুয়াশার ভাষায়।
লোভের লাভা জ্বলমান;
তার আঁচ গায়ে লাগে-
অঙ্গার আর ছাইয়ের ডাঁইয়ে পড়ে থাকে
মেয়েটার কম্পিত ক্রন্দন।
জীবন থেকে নিয়ে
মরণের দিকে যাওয়া-
এই-ই তো ছিল
সোজাসাপ্টা রাস্তা৷
তবু ভুল করে যে মধুপথ
বেছে নিল সে;
লোকে সেই সন্দেহজনক সন্দর্ভকে ‘কবিতা’ বলে ডাকে।

অব্যক্ত সন্ধির দিকে
কবিকন্ঠ
কেবলা
কবিকন্ঠ
পাতাবাহার
কবিকন্ঠ
সম্পর্ক
কবিকন্ঠ