কবিতা
প্রতিদিন ছোট হয়ে যাই
অতঃপর শব্দায়ন
কবিতা: প্রতিদিন ছোট হয়ে যাই
কবি: যোবায়ের শাওন
প্রতিদিন ‘ছোট’ হয়ে যাই!
প্রতিদিন বাইরে থেকে ফিরে
দরজায় এসে দেখি
নাগালের বাইরে চলে গেছে কলিংবেল
আরও একবার!
বাইরে যখন যাই
দরজার থেকেও বড় বলে কাঠখড় পোড়াতে হয় বেশ!
অতি সন্তর্পণে তাই
মাথাটাকে আলতো নুইয়ে নেই!
বাসে উঠতে কষ্ট হয় যদিও
তবুও পৌঁছাতে হবে বলে
এতোটা ছোট হয়ে বসি যে
বাসের পেট থেকে নামার সময়
খুব একটা ঝামেলা হয় না আর!
কারখানায় ঢুকতে গিয়ে দেখি আরও ছোট হওয়া প্রয়োজন
কেননা কাজ না করতে পারলে তো জীবন বাঁচে না!
তাই দরকার মতো ক্ষুদ্র হয়ে কাজ করি।
যখন ম্যানেজার সামনে এসে হিসেব নিয়ে বসে
তখন তার থেকে বড় থাকা একদমই উচিৎ নয় বলে
আরও খানিকটা ছোট হই!
এভাবে টিকে থাকতে প্রতিবারই ছোট হতে থাকি
ক্ষুদ্র হতে থাকি।
যতোটা ছোট হয়ে টিকে থাকা সম্ভব
প্রয়োজনমাফিক ততোটাই ছোট হই!
আর এভাবে প্রতিদিন বাইরে থেকে ফিরে
দরজায় এসে দেখি
নাগালের বাইরে চলে গেছে কলিংবেল
আরও একবার!
তখন ঘরে ঢুকতে ঢুকতে ভাবি
সকলে কী এভাবেই প্রতিদিন ‘ছোট’ হয়ে বাঁচে?